চাপ বাড়ল রাজ্য সরকারের ওপর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা।

এরই মধ্যে রাজ্যের চাপ বাড়াতে আসরে মাদ্রাসার শিক্ষকরা। দাবি, মৌখিক আশ্বাস মিললেও, বেতন বৃদ্ধি হচ্ছে না। এই অভিযোগেই বেতন বৃদ্ধির দাবিতে ধর্না দিতে চলেছে মাদ্রাসা শিক্ষক সংগঠন। মিলেছে হাইকোর্টের অনুমতিও। ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে মুখে বার বার বলা হলেও বেতন বাড়ানো হয়নি। রাজ্য সরকার তাদের মৌখিক আশ্বাস দিলেও নিটফল শূন্য। এই নিয়ে প্রতিবাদ জানিয়ে কলেজ স্কোয়ারে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল সংগঠন। কিন্তু অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। ৫ মে পর্যন্ত সর্বোচ্চ ৫০ জন নিয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁরা সেখানে ধর্না অবস্থান করার অনুমতি মিলেছে।