চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা, সমাপ্তি প্রায় এক যুগের। রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস।

এই পরিস্থিতিতে আগামী সোমবার ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য৷ তাঁকে শেষ বিদায় জানাতে ব্রিটেনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷ আগামী শনিবারই লন্ডনে পৌঁছে যাবেন তিনি।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালে গত ৭০ বছরে ভারত ও ব্রিটেনের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।’’

রাষ্ট্রপতির পাশাপাশি রানির শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য ১০ ডাউনিং স্ট্রিট থেকে আমন্ত্রণ এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। তবে জানা গিয়েছে, সম্ভবত রানির শেষকৃত্যে যোগ দিতে পারবেন না মোদী।

কারণ, সেই সময় এসসিও বৈঠকে যোগ দেওয়ার জন্য উজবেকিস্তানে থাকবেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে তাঁর। রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার লন্ডনে উপস্থিত থাকবেন প্রায় ১০০ জন রাজা-রানি ও রাষ্ট্রনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *