রাস্কিন বন্ডের সাক্ষাৎকার

দ্য রাইট সার্কেল-এর প্রথম গুয়াহাটি এডিশন হিসেবে একটি ভার্চুয়াল অধিবেশন হল ২৯ মে। এক ঘন্টার এই অনুষ্ঠানে গুয়াহাটির সাহিত্য ও সাংবাদিকতা জগতের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। প্রভা খৈতান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অধিবেশনে প্রখ্যাত ভারতীয় লেখক রাস্কিন বন্ডের সঙ্গে সাহিত্য বিষয়ক মনোজ্ঞ কথোপকথনে ছিলেন ব্যাঙ্গালোরের রূপা পাই। রূপা পাই একজন সাংবাদিক ও শিশু সাহিত্যিক। তাঁর প্রকাশিত পুস্তকের সংখ্যা ২০টিরও বেশি।

কলকাতা ভিত্তিক প্রভা খৈতান ফাউন্ডেশন ভারতীয় সমাজ, সংস্কৃতি, কল্যাণ ও মানবিক কর্মকান্ডের সার্বিক উন্নয়ণের জন্য কাজ করে। এই সংগঠন ভারতের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের বিকাশের জন্য এবং শিশু, মহিলা ও বয়স্ক মানুষদের জন্য কল্যাণমূলক কাজে নিয়োজিত। এইসব কাজের রূপায়ণের জন্য তারা দেশের সমমনস্ক ব্যক্তি ও সংগঠনগুলির সঙ্গে সহযোগিতায় আবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *