মহানগরীর বুকে দফায় দফায় লোডশেডিং নিয়ে অকাট্য যুক্তি বিদ্যুৎমন্ত্রীর

রোজ পরিবর্তিত আবহাওয়ার কারণে দিন প্রতিদিন বেড়ে চলেছে গরম। নাজেহাল করা পরিস্থিতি। এরই মধ্যে বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে লোডশেডিং। এমনকি কলকাতায় বিগত কয়েকদিন বিভিন্ন জায়গায় লোডশেডিং হয়েছে।

লোডশেডিং এর ব্যাখ্যা করতে গিয়ে অরূপ বিশ্বাস বলেন, অত্যধিক পরিমাণ লোডের জন্য চাপ বাড়ছে ট্রান্সফরমারে। এর ফলে ট্রান্সফরমারগুলি খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণে ঘটছে বিদ্যুৎ বিভ্রাট। আর এই আবহে আজ বিদ্যুৎ মন্ত্রী লোডশেডিংয়ের জন্য ঘুরিয়ে দায়ী করলেন সাধারণ মানুষকেই।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে গোটা রাজ্য লোডশেডিংয়ে নাজেহাল। এমনকি কলকাতার বিভিন্ন জায়গাতেও দফায় দফায় চলছে লোডশেডিং। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে লোডশেডিং এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এমন অবস্থায় বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কর্মীদের উপর বিক্ষোভ দেখানো হচ্ছে। কিন্তু তবুও খুব একটা আশাব্যাঞ্জক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *