কলকাতায় প্রথম ‘ডাকঘর ক্যাফে’ (kolkata post office cafe)

পোস্ট অফিস সম্পর্কিত প্রচলিত ধারণা পরিবর্তন করতে এক অভিনব উদ্যোগ নিলেন কলকাতার জেনারেল পোস্ট অফিস কর্তৃপক্ষ। ডাকঘর বা পোস্ট অফিস মানেই এক প্রাচীন অফিস ঘর। এই ধারণা পরিবর্তন করতে পোস্ট অফিসের ভেতরে চালু করা হয়েছে একটি ‘থিম ক্যাফে’।

২০১৫ সালে শিউলি নামে একটি বিভাগ চালু করা হয় ডাকঘরে। এই বিভাগের অধীনে থাকা ৮ জন কর্মচারী নিয়ে শুরু হলো এই ‘শিউলী পোস্টাল ক্যাফে’। রয়েছে চা- খাবার থেকে শুরু করে হরেক রকম মুখরোচক খাবার ও নির্দিষ্ট কিছু পানীয়। মিলবে রকমারি ডাকটিকিট, টি-শার্ট, কফি মগ, কিংবা বাহারি ফোটো ফ্রেমও। ডাকঘরের এক শীর্ষ আধিকারিকের থেকে জানা যায় আপাতত সকাল দশটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকবে এই ক্যাফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *