আবার নতুন করে গ্যাসের দাম বাড়ায় কাঠে রান্না করছে গরীব মানুষ

প্রতিনিয়ত মধ্যবিত্তদের ওপর চাপ বাড়ছে অর্থৈনৈতিক দিক থেকে। বাড়তে থাকা বাজার দরের মাঝে ফের বাড়লো চিন্তা। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কোপ পড়ল মধ্যবিত্তের হেঁশেলে৷ এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার৷

জ্বালানি গ‍্যাসের দাম বৃদ্ধি পেতে পেতে এমন জায়গায় পৌঁছেছে যে নিন্ম মধ‍্যবিত্ত পরিবার গুলির অবস্থা শোচনীয়। বেশি দাম দিয়ে গ‍্যাসের নেওয়ার ক্ষমতা অনেক পরিবারের হচ্ছে না। ফলে রান্নার জন্য কাঠ ভেঙে নিয়ে আসতে হচ্ছে অথবা মাঠ থেকে গোবর কুড়িয়ে নিয়ে এসে ঘুটে অথবা মশাল তৈরী করে জ্বালানি হিসাবে ব‍্যবহার করতে হচ্ছে।

সবচেয়ে বেশি অসুবিধার মধ‍্যে রয়েছেন নির্মাণকর্মী ও তাদের পরিবার। একদিন কাজে না গেলে মুখে অন্ন উঠবে না, এমনই অবস্থা তাদের। এমনিতে কোভিডের কারণে দু’বছর খুব খারাপ অবস্থার মধ‍্যে দিয়ে কাটাতে হয়েছে তাদের।

এখন যাওবা কাজ জুটছিল তাও ইঁট, বালি, সিমেন্ট ও পাথরের দাম বৃদ্ধির কারণে যেতে বসেছে। কারণ এই পরিস্থিতিতে অনেকেই বাড়ি বানাতে ভয় পাচ্ছে। ফলে সারা মাসে দশ থেকে বারো দিন কাজ হচ্ছে, বা তাও হচ্ছে না। সংসার চালানো, ছেলেমেয়েদের পড়াশুনার খরচ সহ জিনিস পত্রের অস্বাভাবিক দাম বৃদ্ধি, তারপরে জ্বালানি গ‍্যাসের দাম, সব মিলিয়ে চরম বিভীষিকা।

এক ধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার৷ বুধবার থেকে নতুন দাম ধার্য করা হয়েছে৷ নতুন দরে দিল্লিতে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গুণতে হবে ১ হাজার ৫৩ টাকা৷ মুম্বইয়ে দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২.৫০ টাকা৷ কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৭৯ টাকা। উল্লেখ্য, গত দু’মাসে ১০৩ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *