পিএনবি’র অ্যানুয়াল জেনারেল মিটিং

ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) ২০তম অ্যানুয়াল জেনারেল মিটিং (এজিএম) অনুষ্ঠিত হল। শেয়ারহোল্ডারদের শারীরিক অনুপস্থিতিতে এই এজিএম অনুষ্ঠিত হয়। 

পিএনবি’র ২০তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ব্যাংকের এমডি ও সিইও শ্রী সিএইচ এস এস মল্লিকার্জুনা রাও ২০২০-২১ অর্থবর্ষে ব্যাংকের পারফর্ম্যান্স ও নানারকম উদ্যোগ গ্রহণ সম্পর্কে শেয়ারহোল্ডারদের সম্মুখে বক্তব্য পেশ করেন। তিনি জানান, কোভিড-১৯ প্যানডেমিক সত্ত্বেও ব্যাংকের পক্ষ থেকে সাফল্যজনকভাবে পিনবি’র সঙ্গে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাংকের বৃদ্ধির ধারা অব্যাহত থেকেছে এবং আরও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গঠন, স্ট্রং ব্যালান্স শীট, স্থায়ী লাভ অর্জন ও স্টেবল ক্যাপিটাল পোজিশন অর্জিত হয়েছে। রেকর্ড টাইমে তিনটি ব্যাংকের বিজনেস, হিউম্যান রিসোর্স ও ইনফর্মেশন টেকনোলজির সংহতিকরণ সম্পন্ন হয়েছে বলে জানা তিনি।

পিএনবি’র অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীসঞ্জয় কুমার, শ্রীবিজয় দুবে ও শ্রীস্বরূপ কুমার সাহা এবং শেয়ারহোল্ডার ডিরেক্টর ড. আশা ভান্ডারকর ও শ্রীগৌতম গুহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *