নিজ পদে ইস্তফা দিলেন পিকে

বড় চমক এলো রাজনীতিতে। রাজনীতি থেকে বিরতি। গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। প্রধান উপদেষ্টার পদে থেকে ইস্তফা দিলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। ‘পাবলিক লাইফ’ থেকে সাময়িক বিরতি চান ভোটকুশলী প্রশান্ত কিশোর। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের মুখ্য পরামর্শদাতার পদ ছাড়লেন তিনি। অমরেন্দ্রকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পিকে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত। অর্থাৎ পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত। কিন্তু তিনি ২ মে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের দিনই ঘোষণা করে দিয়েছিলেন আর তিনি ভোটকুশলীর কাজ করবেন না। এরই মধ্যে তাঁর এই পদক্ষেপ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে চিঠিতে পিকে লিখেছেন, ‘আপাতত সাময়িক বিরতি নিচ্ছি। বিষয়টি আপনি জানেন। তাই আপনার প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলাম। আপনার কাছ থেকে অব্যাহতি চাইছি। এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ বাংলার নির্বাচন চলাকালীনই প্রশান্তকে নিজের মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

এখন জাতীয় রাজনীতির অলিন্দে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী মুখ হয়ে উঠেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জোট বাঁধার কাজ করছেন। সেই কাজ করে চলেছেন স্বয়ং প্রশান্ত কিশোর। তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়। প্রশান্ত কিশোর বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করে চলেছেন। প্রশ্ন উঠছে, এবার কি রাজনীতিতে যোগ দিচ্ছেন প্রশান্ত? যা নিয়ে জল্পনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *