রেল থেকে উদ্ধার পিস্তল ও ম্যাগাজিন গুলি

রেল থেকে উদ্ধার দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রচুর অস্ত্র। অস্ত্র গুলির মধ্যে রয়েছে ৮ টি পিস্তল ও ১৬ টি ম্যাগাজিন। গোপন খবরের ভিত্তিতে আরপিএফ পিস্তল ও ম্যাগাজিন গুলি উদ্ধার করে। আরপিএফ এর সহকারী কমান্ডেন্ট বি কে সিনহা ও জিআরপি থানার ওসি তাপস দাস বৃহস্পতিবার রাতে আগরতলা রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান। তারা জানান পাঞ্জাবের ফিরোজপুর থেকে আগরতলা গামি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে এই পিস্তল ও ম্যাগাজিন গুলি উদ্ধার করা হয়।

ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটি বদরপুর রেল স্টেশনে পৌঁছানোর পর আরপিএফের দুই জোয়ান ট্রেনটিতে নজরদারি করার জন্য ওঠেন। ট্রেনটি যখন আগরতলা রেল স্টেশনে পৌঁছায় তখন আরপিএফ এর দুই জোয়ান ট্রেনটির মধ্যে তল্লাশি চালানোর সময় পরিত্যক্ত অবস্থায় দুটি বেগ থেকে এই পিস্তল ম্যাগাজিন গুলি উদ্ধার করে। সঙ্গে সঙ্গে দুই জোয়ান আরপিএফ এর আধিকারিকদের ও আগরতলা জিআরপি থানার পুলিশকে অবগত করেন। সাথে সাথে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ ঘটনার স্থলে ছুটে যায়।

আরপিএফ এবং জিআরপিএফ মিলে ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই পিস্তল গুলি নিয়ে এসেছে তা তদন্ত করে দেখছে আগরতলা জিআরপি থানার পুলিশ। তবে খবর লেখা পর্যন্ত এই পিস্তল গুলি আগরতলা আনার সঙ্গে কারা জড়িত রয়েছে কাউকে আটক করতে পারেনি পুলিশ।