কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বড় সুখবর। শীঘ্রই বদলে যেতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। এর কারণ, তিন বছর পর ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল আমদানি করতে চলেছে ভারত।

উল্লেখ্য যে, আমেরিকা লাতিন আমেরিকার এই দেশের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। যা ভারতের জন্য সেখান থেকে অপরিশোধিত আমদানির পথ প্রশস্ত করেছে। ইতিমধ্যেই সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্টে এই দাবি করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলা থেকে তিনটি ট্যাঙ্কার বুক করছে। এই ট্যাঙ্কারগুলির প্রতিটি ২,৭০,০০০ টন অপরিশোধিত তেল বহন করতে পারে। দু’টি ট্যাঙ্কার আগামী সপ্তাহে ভারতে পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *