চাপের মুখে পড়েছে পার্থ

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের মুখ্যসচিবের ভূমিকা।

একাধিকবার পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর প্রক্রিয়া নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে বারংবার আদালতের নির্দেশ অমান্য করেছেন মুখ্যসচিব বিপি গোপালিকা।

তাই এবার বড় পদক্ষেপের পথে হাঁটল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়দের জামিনের মামলার শুনানি হবে মুখ্যসচিব বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই। জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট।