এবারেও খারিজ পার্থের আবেদন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন ও পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। এই অবস্থায় ফের জামিনের আবেদন খারিজ৷ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা-সহ এসএসসি কাণ্ডে ধৃত ৭ জনকে আবারও জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআই-এর বিশেষ আদালত৷

এদিন আদালতে নিয়োগ দুর্নীতির দুটি মামলার শুনানি ছিল৷ তাতে জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ অর্থাৎ ২৮ তারিখ পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁদের৷ এদিন বিচারক তদন্তকারীদের কাছে জানতে চান এখনও পর্যন্ত তারা কী কী জানতে পেরেছেন, নতুন কী কী তথ্য উঠে এসেছে৷ দুটি মামলার মধ্যে এদিন একটি মামলায় তদন্তকারীদের উদ্দেশে প্রশ্ন করেন বিচারক৷ সিবিআই-এর তরফে জানানো হয়, তারা এই মামলায় ৬৭৭ জনের নাম পেয়েছেন৷ তাঁদের নাম ম্যানুপুলেট করা হয়েছে৷

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলার শুনানিতে আলিপুর আদালতে হাজির হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুনানি শেষে সিবিআই পার্থকে ১৪ দিনের জন্য ফের হেফাজতে চাইতেই প্রশ্ন তোলেন পার্থ। পার্থের আইনজীবী সেলিম রহমান আদালতে বলেন, ‘‘শেষ ১৪ দিনে তদন্তের কী অগ্রগতি হয়েছে যে হেফাজতে রাখতে হবে? অনন্তকাল কি হেফাজতে থাকব?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *