সকাল ১১টা বেজে গেলেও স্কুলে নেই শিক্ষকদের দেখা। দিদির দূত কর্মসূচিতে দিনহাটার বসগিরের ধাম এ পি স্কুলে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। স্কুলে কোনো শিক্ষককে না পেয়ে এসআইকে অভিযোগ জানান পার্থপ্রতিম প্রায়।
পার্থ প্রতিম রায় বলেন, দিদির দূত কর্মসূচিতে তিনি ওই স্কুলে গিয়েছিলেন শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু স্কুলে গিয়ে দেখতে পান ১১টা পার হয়ে গেলেও স্কুলে ছাত্র থাকলেও স্কুলের চারজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষকও উপস্থিত নেই। তিনি বলেন, গ্রামের বাসিন্দারাও অভিযোগ করছেন প্রতিদিন একই অবস্থা। প্রতিদিন শিক্ষকরা দেরিতে স্কুলে আসে।