সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিলোত্তমার বাবা-মা।
আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত আরজি কর মামলায় আরও তদন্ত চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার পরিবার। কিন্তু সেসময় মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট।
দীর্ঘ প্রায় দেড় মাস পর আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ঐদিন সর্বোচ্চ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পরিবার আবেদন জানালে কলকাতা হাইকোর্ট তা শুনতে পারবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এদিন জানিয়ে দিয়েছেন ওই আর্জি শুনতে হাই কোর্টের আর কোন বাধা নেই।