বাড়লো আতঙ্ক, জেগে উঠলো আরও এক আগ্নেয়গিরি

ভাঙলো ঘুম, দীর্ঘ কয়েক বছর পর জেগে উঠলো আবার। উদ্বেগ বাড়িয়ে দীর্ঘ সময় পর জেগে উঠছে গুয়াতেমালার ‘ফুয়েগো’। হাউয়াই দ্বীপের মাউনা লোয়া, ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু, চিলির লাসকারের পর লাভা উদগীরণ শুরু করল আমেরিকার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি গুয়াতেমালার ‘ফুয়েগো’। বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে এটা একটি। এই নিয়ে তিন সপ্তাহের ব্যবধানে জেগে উঠল চারটি জীবন্ত আগ্নেয়গিরি৷

মধ্য আমেরিকার এই জীবন্ত আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। ক্রমাগত অগ্ন্যুৎপাতের জেরে বাড়তে শুরু করেছে লাভা প্রবাহ। স্প্যানিশ ভাষায় ফুয়েগোর অর্থ হল আগুন৷ ফুয়েগোর মুখ থেকে লাভা এবং গলা পাথর আগ্নেয়গিরির ঢাল বেয়ে নেমে আসতে শুরু করে। আগ্নেয়গিরির উপর ২ কোলোমিটার পর্যন্ত উচ্চতায় আকাশ ছাইয়ে ঢাকা পড়ে৷ সেই ছাই ৩৫ কিলোমিার দূরে অবস্থিত গুয়াতেমালা শহরে ঢুকতে শুরু করেছে৷

গুয়াতেমালার রাজধানী গুয়েতামালা সিটি থেকে ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দরও ঢাকা পড়েছে ছাইয়ের আস্তরণে৷ গুয়াতেমালা সিটি কর্তৃপক্ষের তরফে দেশের বৃহত্তম লা অরোরা আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি প্রধান জাতীয় সড়ক সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়৷ বাইরে থেকে আসা দুটি বিমানকে মাঝপথ থেকেই অন্য দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গুয়াতেমালায় আরও দু’টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। একটি দেশের পশ্চিমে সান্তিয়াগুইটো আগ্নেয়গিরি। অপরটি দক্ষিণে প্যাকায়া আগ্নেয়গিরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *