পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন নিয়েও রাজনীতির অভিযোগ

পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ বিরোধীদের প্রশ্ন উঠল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়েও। রবিবার কোচবিহার জেলা জুড়ে পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন হয়। কোচবিহারের রাসমেলার মাঠে সভা করে রাজ্যের শাসক দল। সেখানে জেলা তৃণমূলের সভাপতি গিরীন্দ্রনাথ বর্মণ, তৃণমূলের প্রাক্তন সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক পরেশ অধিকারী উপস্থিত থাকলেও ছিলেন না পার্থপ্রতিম রায়, জগদীশ বসুনিয়ার মতো নেতারা।

দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বাইরে থাকায় তিনি ওই কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি।বিরোধীরা দাবি করেন, তৃণমূলের এমন কর্মসূচির উদ্দেশ্য লোকসভা নির্বাচন। রাজবংশী ভোটের দিকে লক্ষ্য রেখে এমন কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। তার মধ্যেই আবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের দ্বন্দ্বও। দলের ডাকা ওই অনুষ্ঠানে যোগ দিলেন না প্রাক্তন তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বলেন, ‘‘পঞ্চানন বর্মার তিরোধান প্রত্যেক বছর আমরা পালন করি। তার মধ্যে কোনও রাজনীতি নেই। যাঁরা রাজনীতির বাইরে কিছু ভাবতে পারেন না, তাঁরাই এমন বলবেন।’’ সেই সঙ্গে তিনি বলেন, ‘‘দলে কোনও দ্বন্দ্ব নেই। সবাইকে আমন্ত্রণ জানানো হয়। নানা কর্মসূচি থাকায় হয়তো কয়েক জন উপস্থিত থাকতে পারেননি।’’

 তৃণমূলের কোচবিহার জেলার প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম বলেন, ‘‘বাড়ির অফিসে ছোট করে একটি কর্মসূচি পালন করা হয়েছে। সব নিয়ে ব্যস্ত থাকায় ওই কর্মসূচিতে যেতে পারিনি।’’বিজেপি নেতৃত্বও এ দিন পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানান। জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, তৃণমূল এক জন মণীষীকে নিয়ে রাজনীতি করছে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *