অক্সিজেন প্ল্যান্ট গড়া হচ্ছে কেন্দ্র তরফে

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে হাহাকার চিত্র দেখেছে সারা দেশ। চারিদিকে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছে বহু মানুষ। তাই সেই পরিস্থিতি যাতে আবার দেশে ফিরে না আসে, তার জন্য তৃতীয় ঢেউয়ের আগে প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রক, নগরোন্নয়ন মন্ত্রক-সহ সংশ্লিষ্ট বিভাগগুলির উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দফতরের আধিকারিকেরা। জানানো হয়েছে, দেশ জুড়ে ১,৫০০টি ‘প্রেশার সুইং অ্যাডসর্পশন’ (পিএসএ) মেডিক্যাল অক্সিজেন প্ল্যান্ট গড়া হচ্ছে। অক্সিজেন প্ল্যান্টগুলিকে দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত কর্মীর সংস্থান করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে মোট ৮,০০০ জনকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়াও হাসপাতালগুলিতে প্রস্তুত করা হচ্ছে অক্সিজেন সরবরাহের সুবিধাযুক্ত ৪ লক্ষ শয্যা। পাশাপাশি, পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম মজুত রাখা হবে। করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তাই এই সক্রিয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *