ভয় কাটিয়ে উঠেছেন, স্বাস্থ্যের উন্নতি হয়েছে পরিচালকের

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ারখবর এলে এখনও খানিকটা সুস্থ টলিউডের বিশিষ্ট পরিচালক ৯২ বছর বয়সী তরুণ মজুমদারের। শারীরিক অবস্থার আগের থেকে উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

প্রায় ১০ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। মাঝে শরীর অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল তাই কারণ শ্বাসকষ্ট থেকে যকৃতের সমস্যা ছাড়াও ধরা পড়েছিল সেপ্টিসেমিয়া। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখন জানিয়েছে, তিনি আপাতত অনেকটাই সুস্থ আছেন। যা অবশ্যভাবে স্বস্তির খবর অনুরাগীদের জন্য।

কিছুদিন আগেই অসুস্থ এই পরিচালককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচালকের পরিবারের সদস্যের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরেই তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠিত হয় চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের।

তাঁদের তত্ত্বাবধানেই অনেকটা সুস্থ হয়ে উঠেছেন পরিচালক। জানা গিয়েছে, এই মুহূর্তে কথা বলতে না পারলেও তাঁর রাইলস টিউব খুলে দেওয়া হয়েছে। কিঞ্চিৎ গলায় ব্যাথা আছে তরুণ মজুমদারের। মাঝে পরিচালকের চেতনার মাত্রা কমে আসতে শুরু করেছিল। রক্তে অক্সিজেনের মাত্রাও হেরফের করছিল। সেই অবস্থারও উন্নতি হয়েছে কিছুটা।

যদিও এই মুহূর্তেই তাঁকে অন্য ওয়ার্ডে দেওয়ার কথা ভাবছেন না চিকিৎসকরা। আগামী কয়েকদিন তাঁকে পর্যবেক্ষণেই রাখা হবে। কারণ এখনও তাঁর কিডনির সমস্যা আছে। তবে ক্রিয়েটিনিন কিছু কমেছে। উল্লেখ্য, চারটি জাতীয় পুরস্কার, সাতটি বি.এফ.জে.এ. সম্মান, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার ও একটি আনন্দলোক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মান পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *