অস্কার হাতে উঠল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ দম্পতির

এবারের অস্কারে গজরাজের জয়। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবিটি সেরা ডকুমেন্টারি শর্টের অস্কার জিতেছে। ডকুমেন্টারি পরিচালক কার্তিকি গনসালভেস এবং প্রযোজক গুনীত মঙ্গা সোনালি অস্কার স্মারক গ্রহণের জন্য মঞ্চে উঠেছিলেন। এই অবিস্মরণীয় জয়ের পর, কার্তিকি এবং গুনীত দুজনেই অস্কার নিয়ে দেশে ফিরে আসেন। অস্কার নিয়ে দেশে ফেরার পর স্বর্ণ মন্দিরে গিয়েছিলেন তথ্যচিত্র নির্মাতা গুনীত মঙ্গা। এবার কার্তিক অস্কার দেন ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর মাহুত দম্পতি বোমান ও বেলিকে। অস্কার বিজয়ী তথ্যচিত্রের পরিচালক অস্কারে হাস্যোজ্জ্বল মাহুত দম্পতির ছবি পোস্ট করেছেন।

বোমান এবং বেলি তামিলনাড়ুর মুদুমালাই অঞ্চলের বাসিন্দা। এই মাহুত হাতি রঘুকে অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। রঘুকে কেবল নতুন জীবন দেওয়া হয়নি, বোমান ও বেলি বড় করে তুলেছেন। রঘুর পর তাদের কোলে আরেকটি হাতি আম্মু আসে।

https://www.instagram.com/p/CqGhnTZIM47/?utm_source=ig_web_copy_link

নিঃশর্ত ভালবাসাই প্রকৃতির দুই সন্তান – বন্যপ্রাণী এবং মানুষ – এর জীবনকে এক সূত্রে বাঁধার একমাত্র উপায় কারণ কার্তিখি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ডকুমেন্টারিতে স্পষ্টভাবে চিত্রিত করেছেন। কার্তিকির প্রচেষ্টা বিশ্বমঞ্চে সম্মানিত হয়েছে। সেরার খেতাব জিতে দেশে ফিরেছেন অস্কারজয়ী এই পরিচালক। এবার বাড়ি যাওয়ার পালা। বোমান ও বেইলির হাতে অস্কার তুলে দিতে পেরে খুশি কার্তিক। সোশ্যাল মিডিয়ায় মাহুত দম্পতির একটি ছবি পোস্ট করে কার্তিকি লিখেছেন, “আমরা দীর্ঘ চার মাস একে অপরের থেকে দূরে ছিলাম। এবার মনে হচ্ছে আমি বাড়িতে ফিরে এসেছি।” তাদের হাতে অস্কার হস্তান্তরের আনন্দ অতুলনীয়। কার্তিকির লেখায় তা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *