নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে ফলাফলও। ফলাফল প্রকাশের পর প্রায় দু’মাস হতে চলল। এবারের নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর ছিল সকলের। এর মধ্যে অন্যতম ঘাটাল। এই আসনে মুখোমুখি ছিলেন দুই হেভিওয়েট প্রার্থী।
যদিও ফল বেরনোর পর দেখা যায় বিজেপির হিরণকে হারিয়ে বাজিমাত করেছেন তৃণমূলের দেব। এরপরেই নির্বাচনে কারচুপি, ছাপ্পার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ চট্টোপাধ্যায়। এবার সেই মামলায় বিরাট নির্দেশ দিল আদালত।
এবার তাঁর দায়ের করা মামলায় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নোটিশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালে ভোটের দিন সকল কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে।