বিপাকে বিরোধী দলনেতা দিলীপ ঘোষ

লক্ষ্য এখন একটাই, আগামী মাসের নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আগামী ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বেজায় অস্বস্তিতে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আসন্ন নির্বাচনে দিলীপবাবুর গ্রামের একটি বুথে প্রার্থীই দিতে পারল না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

অন্যদিকে ঘটনাচক্রে, যে বুথে গেরুয়া শিবির প্রার্থী দিতে ব্যর্থ সেই বুথেই ভোট দেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, দিলীপ ঘোষ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা। সেই গ্রামে পঞ্চায়েতের মোট ১৩টি আসন রয়েছে। এর মধ্যে কুলিয়ানা সংসদে দু’টি বুথ রয়েছে। সেই দু’টি বুথের মধ্যে ২৫ নম্বর বুথটিতে ভোট দেন ঘোষবাবু। আর সেই বুথেই প্রার্থী দিতে অক্ষম বিজেপি।

তবে দিলীপের বুথ বাদ দিয়ে কুলিয়ানার ১৩টি বুথের মধ্যে বাকি ১২টি বুথেই প্রার্থী দিয়েছে বিজেপি। খোদ দিলীপের বুথের এই চিত্র কেন! সেই বুথে কেন প্রার্থী খুঁজে পাওয়া গেল না, এই সকল বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চায়নি জেলা নেতৃত্ব। আর এই নিয়েই জোর চর্চা রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *