রেনো৭ সিরিজে ওপ্পো’র দুটি নতুন স্মার্টফোন

‘ওপ্পো রেনো৭ প্রো ৫জি’ ও ‘ওপ্পো রেনো৭ ৫জি’ – অগ্রণী গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড ওপ্পো লঞ্চ করল এই দুটি নতুন স্মার্টফোন। ‘ওপ্পো রেনো৭’ সিরিজের শক্তি জোগাতে এসেছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওপ্পো’র কলারওএস ১২।স্মার্টফোনের পোর্ট্রেট ফটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফিতে নতুন উদাহরণ সৃষ্টি করেছে ওপ্পো রেনো৭ সিরিজ। ‘ওপ্পো রেনো৭ প্রো ৫জি’ ফোনে রয়েছে আরজিবিডব্লিউ সেন্সর-যুক্ত আইএমএক্স৭০৯ সমৃদ্ধ ৩২এমপি সেলফি ক্যামেরা, যা যুগ্মভাবে তৈরি করেছে সোনি ও ওপ্পো। রিয়ার ক্যামেরায় রয়েছে ফ্ল্যাগশিপ-গ্রেড ৫০এমপি সোনি আইএমএক্স৭৬৬ সেন্সর।

রেনো৭ সিরিজে এআই-চালিত ফিচারগুলির মধ্যে আছে – এআই হাইলাইট ভিডিয়ো, বোকে ফ্লেয়ার পোর্ট্রেট ভিডিয়ো ও পোর্ট্রেট মোড। দুইটি ডিভাইসেই রয়েছে ওপ্পো গ্লো ডিজাইন ও এয়ারক্র্যাফট-গ্রেড এলডিআই টেকনোলজি। উভয় হ্যান্ডসেটের সম্মুখে ও পশ্চাতে রয়েছে ২.৫ডি গ্লাস। ‘ওপ্পো রেনো৭ প্রো ৫জি’ ফোনে আছে এক্সক্লুসিভলি কাস্টমাইজড ৫জি চিপসেট – মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ম্যাক্স। ‘ওপ্পো রেনো৭ ৫জি’তে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ ৫জি এসওসি।

এছাড়া, দুটি ফোনেই রয়েছে ৬৫ওয়াট সুপারভুক (SuperVOOC) ফ্ল্যাশ চার্জ। ‘ওপ্পো রেনো৭ প্রো ৫জি’ ফোনটিতে ওপ্পো’র র‍্যাম এক্সপানশন টেকনোলজি-সম্পন্ন ১২জিবি র‍্যাম-সহ ২৫৬জিবি স্টোরেজ রয়েছে। ফোনদুটির ওজন যথাক্রমে ১৮০ গ্রাম ও ১৭৩ গ্রাম।‘পোর্ট্রেট এক্সপার্ট’ ‘ওপ্পো রেনো৭ প্রো ৫জি’ পাওয়া যাবে অনলাইনে ও মেনলাইন রিটেলারদের কাছে। আর, ‘অল-রাউন্ডার’ ‘ওপ্পো রেনো৭ ৫জি’ পাওয়া যাবে ফ্লিপকার্ট থেকে। এগুলির দাম যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা ও ২৮,৯৯৯ টাকা। ফোনদুটি পাওয়া যাবে দুইটি কলারে – স্টারট্রেলস ব্লু ও স্টারলাইট ব্ল্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *