বাইজু’স ইফএ-র একবছর

একবছরের মাইলস্টোন স্পর্শ করল বাইজু’স ‘এডুকেশন ফর অল’ (সকলের জন্য শিক্ষা) উদ্যোগ। অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে সুদূরপ্রসারী প্রভাব তৈরির লক্ষ্যে বাইজু’স এই উদ্যোগ চালু করেছিল। বিগত একবছরে উদ্যোগটি ভারতের ২৬টি রাজ্যের ৩৪০টিরও বেশি জেলাজুড়ে ৩.৪ মিলিয়ন শিক্ষার্থীকে প্রভাবিত করতে পেরেছে এবং প্রযুক্তি-চালিত শিক্ষাকে সকলের কাছে গ্রহণযোগ্য ও সম্ভবপর করে তুলতে পেরেছে।

বর্ষপূর্তি উপলক্ষে ‘বাইজু’স এডুকেশন ফর অল’ সিদ্ধান্ত নিয়েছে, তারা উন্নতমানের ডিজিটাল লার্নিংয়ের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ১০ মিলিয়ন শিক্ষার্থীর ক্ষমতায়ন করবে।’এডুকেশন ফর অল’ (ইএফএ) চালু হওয়ার পর থেকে সহযোগী এনজিওগুলির মাধ্যমে ভারতের গ্রামীণ এলাকা ও শহুরে বস্তির শিশুদের বাইজু’স শিক্ষালাভের সমান সুযোগ করে দিচ্ছে, যার উদ্দেশ্য হল শিক্ষার্থীদের ক্ষমতায়নকরা ও দেশব্যাপী ‘ডিজিটাল ডিভাইড’ দূর করা। সহযোগী এনজিও ও সংশ্লিষ্ট অন্যান্যদের মাধ্যমে শিক্ষার্থীরা এখন বাইজু’স অ্যাপকে শিক্ষার প্রাথমিক পদ্ধতি হিসেবে ব্যবহার করছে।

বাইজু’স এডুকেশনের সুবিধাভোগীদের প্রায় ৫০ শতাংশ স্থান মেয়েদের দখলে। বাইজু’স নিতি আয়োগের সঙ্গেও যুক্ত হয়ে কাজ করছে যাতে ১১২টি জেলার দশম ও একাদশ শ্রেণিতে পাঠরত ৩০০০ মেধাবী ছাত্রছাত্রী ‘নীট’ ও ‘জী’র মতো পরীক্ষার প্রস্তুতির কোচিং নিতে সক্ষম হয়। ইএফএ উদ্যোগের মাধ্যমে বাইজু’স সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও সহজলভ্য করতে ১১০টিরও বেশি অলাভজনক সংস্থার সাথে হাত মিলিয়ে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *