ভারতের আয়ত্তে আসতে পারে মুম্বই হামলার অন্যতম অভিযুক্তকারী

বড় সাফল্য পেতে চলেছে ভারত। আজ থেকে বেশ কয়েক বছর আগে অভাবনীয় ঘটনার বড় এক অভিযুক্তকারীকে হেফাজতে পেতে চলেছে ভারত। ২৬/১১ কাণ্ডের মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে হেফাজতে পেতে চলেছে ভারত। ওই ভয়াবহ হামলায় ২০১৩ সাল থেকে ১৪ বছর ধরে রানা আমেরিকায় জেল খাটছে। তাকে সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আমেরিকার আদালত। ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী রানার অপরাধ কোনওভাবেই জইশ-ই-মহম্মদ জঙ্গি নেতা মাসুদ আজহার, হিজবুল নেতা সৈয়দ সালাউদ্দিন এবং লস্কর-ই-তইবার নেতা হাফিজ সইদের থেকে কম নয়। জানা গিয়েছে, লস অ্যাঞ্জেলসের ফেডারেল কোর্টে রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছে বাইডেন প্রশাসন।

উল্লেখ্য, ২৬/১১ কাণ্ডে আরেক ষড়যন্ত্রী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির সঙ্গে রানার দুর্দান্ত বোঝাপড়া ছিল। জানা গিয়েছিল, পাকিস্তানি চর হিসাবে রানা ২৬/১১ কাণ্ডে সক্রিয় ভূমিকা নিয়েছিল। আজমল কাসভদের হামলাকে কার্যকর করতে তিলে তিলে নিখুঁত ছক কষেছিল সে। আদতে সে ছিল পাক সেনায় কর্মরত একজন চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *