ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুরের তোপখানা পাড়ায়।সেখানে সরকারি জমিতে তৈরি হতে চলেছে বিদ্যুৎ বণ্টন দফতরের নতুন অফিস। জমিটি আগে বেসরকারি মালিকানাধীন থাকলেও বিদ্যুৎ বণ্টন দফতর অফিস তৈরির জন্য সেটি কেনে। বেশ কয়েক মাস আগে সেখানে ভিত খোড়ার কাজ শুরু হলে তখনও কয়েকটি হাড়গোড় পাওয়া গিয়েছিল।কিন্তু কাজ চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যায় ভিত খুড়তেই একের পর এক খুলি ও হাঁড় দেখা যেতে থাকে।
ভয়ে সেখান থেকে কাজ ছেড়ে পালিয়ে যান শ্রমিকরা। স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় মুঘল আমলে খান সেনারা থাকতেন। সেজন্য আজও এখানে বহু পরিবারের পদবি খান। তখনকার দিনে বাড়িতে বাড়িতে কবর দেওয়ার প্রচলন ছিল। তাই হয়তো খননের ফলে মানুষের কঙ্কাল উঠে আসছে।এমন টাই জানিয়েছেন স্থানীয়রা।তবে বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ। এবং শুক্রবার ফের খনন কাজ শুরু করা হয়, তবে কাজ শুরু হলেও সেখানে শ্রমিকের সংখ্যা খুবই কম।