আবারও ঊর্দ্ধমুখী হলো করোনায় মৃত্যুর সংখ্যায়

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই নতুন করে চিন্তা বাড়াল দেশের করোনা গ্রাফ। দু’দিন পর ফের চল্লিশ হাজারের গণ্ডি ছাড়াল দেশের দৈনিক সংক্রমণ। যেখানে দেখা গিয়েছিল, মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে, সেখানে আজ একলাফে তা দশগুণেরও বেশি বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। অর্থাৎ এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭ জন। কিন্তু গত কয়েকদিন ধরেই দৈনিক মৃত্যু ছিল ৫০০-র আশপাশে। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৯৯৮ জন। যে সংখ্যাটা গতকাল ছিল ৩৭৪। আচমকা এই বৃদ্ধি রীতিমতো চিন্তায় ফেলে দিচ্ছে বিশেষজ্ঞদেরও। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১৪ হাজার ৪৮০ জন।

বর্তমানে দেশের পজিটিভিটি রেট ২.২৭ শতাংশ। এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে কোভিডের একাধিক ভ্যারিয়েন্ট। তৃতীয় ঢেউয়ের দাপট রুখতে আগামী ১০০-১২৫ দিন অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে মানুষ দীর্ঘদিন গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমেছে অ্যাকটিভ কেস। যদিও গত ২৪ ঘণ্টায় সমস্ত গ্রাফই উদ্বেগজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন। টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে ৪১ কোটি ৫৪ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *