আবারও অনিশ্চিত হয়ে গেলো চাকরিপ্রার্থীর ভবিষ্যত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন জটিলতা।

সম্প্রতি উত্তরাখণ্ডেরএকটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যারা ১৮ মাসের ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। শীর্ষ আদালত জানিয়েছিল, ওই প্রশিক্ষণ শুধুমাত্র চাকরিরত শিক্ষকদের জন্য।

তবে পরে দেখা যায়, যারা এখনও চাকরি পাননি তারাও ওই দেড় বছরের ওই প্রশিক্ষণ নিয়ে চাকরির আবেদন করছেন। এই সকল প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়েছিল সর্বোচ্চ আদালত। এবার সেই সুপ্রিম নির্দেশকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। এখন আপাতত ৪ জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশের উপর ঝুলে রইল ১২০০০ এর ভবিষ্যত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *