ঊর্দ্ধমুখী হলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কিছুটা স্বস্তির পর আজ আবার বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। এই মুহূর্তে দেশের দুটি রাজ্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে। এক, কেরল এবং দুই, মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। বুধবারের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.১৭ শতাংশ। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ২.৩৮ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৫৬৭ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ২৩ লক্ষ ৪ হাজার ৬১৮ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯৩ হাজার ৬১৪। টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর চেষ্টা চলছে দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ টিকা পেয়েছেন। ৭১ কোটি ৬৫ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৮৬ লক্ষের বেশি নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *