‘সোনার কেল্লা’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে, নতুন রহস্যের পর্দা ফাঁস করতে জৈসলমের যাচ্ছেন সব্যসাচী, সঙ্গী মেঘলা

রজতবাবু ব্যাঙ্কের ম্যানেজার। কয়েক দিনের ছুটি পাওয়ায় পরিবারকে নিয়ে জৈসলমের ঘুরতে যাবেন বলে ঠিক করেন। কিন্তু সেই ঘুরতে যাওয়াই কাল হয়ে দাঁড়ালো। এমনই এক প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। নাম ‘জয়সলমীর জমজমাট’। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ ছবির ৫০ বছরের পূর্তি উপলক্ষ্যে এমনই একটা সিরিজ তৈরির পরিকল্পনা করেছেন পরিচালক।

রহস্য আর টানটান উত্তেজনায় ভরপুর এই নতুন অ্যাডভেঞ্চারের মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ‘ভাগাড়’-এর পর ‘ক্লিক’-এর আরও একটা নতুন সিরিজে দেখা যাবে তাঁকে। আর বড় চমক হিসাবে দেখা যাবে অভিনেত্রী মেঘলা দাশগুপ্তকে। দুজনেই নতুন কাজ নিয়ে ভীষণ উত্তেজিত।

সব্যসাচী বললেন, “এত বছর ধরে আমি বহু ছবি, সিরিজে কাজ করেছি। কিন্তু এই কাজটির অভিজ্ঞতা অন্য রকম। এর আগে বেলুড় মঠ থেকে মোটরবাইক চালিয়ে জৈসলমের গিয়েছি। আবারও যে সেখানেই যাব, কাজের সূত্রে তা ভাবতে পারিনি।“
অভিনেত্রী বললেন, “এই চরিত্রটার প্রস্তুতিই ছিল অন্য রকম। সেটা সবাই যখন দেখবেন, বুঝতে পারবেন।”

রিঙ্গো পরিচালিত সিরিজ আগেও দর্শকের নজর কেড়েছে। এ ক্ষেত্রে পরিচালক বললেন, “২০২৫- এ সোনার কেল্লার ৫০ বছরের পূর্তি। তাই এমন কিছু তৈরি না করলে হয়! এই সিরিজ় সত্যজিৎ রায়ের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য।” পাঁচ পর্বের এই সিরিজ়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা দেবতনু, অভিষেক সিংহ, অমৃতা দেবনাথ, শাহির রাজ, দেবাশিস নাথ, মৌমিতা পাল-সহ আরও অনেককে।