মহাকাল ধামে শিবরাত্রিতে দেখা গেল লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম

ডুয়ার্সের শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে প্রতিবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য অসম সহ বেশ কয়েকটি রাজ‍্য এবং প্রতিবেশী দেশ ভুটানের থেকে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয়। প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ে স্থিত জয়ন্তী মহাকাল ধাম পৌঁছতে হলে প্রথমে আলিপুরদুয়ার জেলার বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেড়িয়ে পরবর্তীতে জয়ন্তী নদী পার করে বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে হাটা পথে প্রায় ৩০০০ ফুট বেশি উঁচু খাঁড়া পাহাড় হয়ে পরবর্তীতে মহাকাল ধামে পৌঁছেতে হয়। ভুটান পাহাড়ের সরু খাঁড়া পথ বেয়ে তবেই মহাকাল ধামে পৌছানো সম্ভব হয়। বছরের অন‍্য সময় এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ থাকলেও শিবরাত্রি উপলক্ষে দর্শনার্থীদের জন‍্য খুলে দেওয়া হয় প্রবেশ পথ।

শনিবার সকাল থেকেই প্রচুর দর্শনার্থীদের সমাগম লক্ষ‍্য করা গিয়েছে মহাকাল ধামে। মন্দিরে যাওয়ার লাইনে গতকাল সন্ধ্যা থেকে দাড়িয়ে রয়েছে কয়েকহাজার দর্শনার্থী।ভুটান প্রশাসন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন থেকে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ‍্যোগ নেওয়া হয়েছে। পাহাড়ি খরস্রোতা নদীতে অস্থায়ী বাঁশের সেতু এবং অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে। বেশ কিছু সংগঠনের থেকে মহাকাল ধামের যাওয়ার রাস্তায় ভাণ্ডারা খোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *