অধিবেশন ঘোষণার প্রথম দিনই সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি

বাজেট পেশের সময় বিক্ষোভের ঘটনার পুনরাবৃত্তি হলো রাজ্যে। রাজ্যের বিধানসভার সভা জুড়ে তুমুল বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হলো। বাজেট অধিবেশন ঘোষণার প্রথম দিনই, রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের সময়ই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। কাগজ পর্যন্ত ছোড়া হয়৷ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর ভাষণে রাজ্যের দুর্নীতিকে আড়াল করেছেন।

অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তব্যের মধ্যেই তীব্র চিৎকার শুরু করেন গেরুয়া বিধায়করা। নিজের ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি৷ বিরোধী বিধায়কদের দাবি, রাজ্যপাল রাজ্যের দুর্নীতি নিয়ে কোনও কথাই বলেননি। আর যে অনুচ্ছেদের অংশ পড়া হয়েছে তা নিয়েও তীব্র প্রতিবাদ দেখায় বিজেপি। রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের শান্তির আবহ বজায় রয়েছে, রাজ্যের আইন এবং সম্প্রীতি বজায় আছে।

রাজ্যপালের এই ভাষণের পর আরও বেশি করে বিক্ষোভ বাড়ে। তার পাশাপাশি চলতে থাকে ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান। এই স্লোগান দিতে দিতেই বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন বিধানসভার। আগাগোড়াই রাজ্যপালের ভাষণের সময় তাঁর পাশে বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলেও তা সামাল দেওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *