রাস্তা চাই না হলে ভোট নাই। ব্রিজ চাই না হলে ভোট নাই। জল চাই না হলে ভোট নাই। রাস্তা ব্রীজ জলের দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ।পঞ্চায়েত ভোটের প্রাক্কালে গ্রামবাসীরা পথ অবরোধে শামিল।গ্রামের কোন উন্নয়নই হয়নি এই অভিযোগ তুলে দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে পথ অবরোধে শামিল ৮ থেকে ৮০ সকলেই।জলপাইগুড়ি সদর ব্লকের জলপাইগুড়ি, হলদিবাড়ি- মন্ডল ঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। সদর ব্লকের বোয়ালমারী নন্দপুর গ্রাম পঞ্চায়েতের ১৭/২১৩ বুথের বাঁশ কোনঠিয়া এলাকায় রাস্তা চাই,ব্রিজ চাই,জল চাই, নাহলে ভোট নাই।এই পোস্টার প্লার্কাড হাতে নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ পথ অবরোধে শামিল। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।