উত্তরবঙ্গের এক ঐতিহ্যবাহী ব্যক্তিত্ব যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর সমতা কেন্দ্রের সদস্যদের উদ্যোগে যুগল কিশোর রায় বীরের জন্ম জয়ন্তী উদযাপন এবং যুগল কিশোর রায় বীরের পুর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হবে আগামী ১৭ ই-মে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। জানা গিয়েছে, যুগল কিশোর রায় বীর আজীবন সমাজ বাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইতিমধ্যে জটেশ্বরের কাজলী হল্টের সমতা কেন্দ্রে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে।উদ্যোক্তাদের পক্ষ থেকে ওই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ১৭ই মে যুগল কিশোর রায় বীরের মূর্তি স্থাপন করা হবে, চলছে জোর কদমে প্রস্তুতি
