ফের ঊর্ধমুখী দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

আবার বাড়ছে উদ্বেগ। গত সপ্তাহে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা ত্রিশ হাজারের নিচে থাকলেও চলতি সপ্তাহে তা আবার চল্লিশের ঘর ছুঁয়েছে। বিগত দুদিন ধরে বজায় রয়েছে এই সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কমবেশি আগের দিনের মতোই। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৮ লক্ষ ১২ হাজার ১১৪। ফের বাড়ল অ্যাকটিভ কেসও। সংক্রমণের জেরে গত দু’দিন ধরেই বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ১১ হাজার ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৩৩ জনের। গোটা অতিমারি পর্বে করোনা প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জনের। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ২৯০ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৯ লক্ষ ৭৪ হাজারের বেশি মানুষ। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৮ কোটি ৯৩ লক্ষ ৪২ হাজার ২৯৫ জন।

এদিকে লাগাতার অ্যাকটিভ কেস বাড়তে থাকায় নড়েচড়ে বসেছে কেন্দ্রও। সামনেই উতসবের মরশুম। স্বাভাবিকভাবেই উতসবের মরশুমে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই আসন্ন উতসবের মরশুমে রাজ্যগুলিকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। দুর্গাপুজো, ওনাম থেকে স্বাধীনতা দিবস, সবেতেই বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *