ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বেশ খানিকটা স্বস্তির পর আবার বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমন। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ রোধ করার জন্য এখনো জারি রয়েছে বিধিনিষেধ। এরইমাঝে ক্রমাগত ওঠা পড়া লেগেই আছে সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১২২ জন কলকাতার। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮। একদিনে করোনার বলি ১৩ জন। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১৮ হাজার ৪৭২ জনের। এই নিয়ে টানা চার দিন রাজ্যে দৈনিক মৃত্যু দুই অঙ্কে। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। একদিনে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৯,৯৭৮।

একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৪৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২২,০২৩। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৭০,৭৯,৪২১ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন পাঁচ লক্ষ ১৫ হাজার ৪২৮ জন। তার আগের দিন ১২ লক্ষ ৫৮ হাজার ৭২৬ জন টিকা পেয়েছিলেন রাজ্যে। এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা চার কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৪৬৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *