এনএসএফ ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পেলো অগ্রণী ল্যামিনেট নির্মাতা স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজ। প্রসঙ্গত, এনএসএফ ইন্টারন্যাশনাল হল একটি আমেরিকান নন-প্রফিট অর্গানাইজেশন, যারা বিভিন্ন পণ্যসামগ্রী পরীক্ষা করে তাদের মান বিষয়ে শংসাপত্র দিয়ে থাকে। মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্যানিটাইজেশন বিবেচনা করা হয়ে থাকে সার্টিফিকেশনের ক্ষেত্রে।
সাফল্য প্রসঙ্গে স্টাইল্যাম ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর মানব গুপ্তা জানান, তারা সার্স-কোভ-২ টেস্ট রিপোর্টও পেয়েছেন ন্যাশনাল ফোরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটি, আইসিএমআর এবং অ্যান্টিব্যাক্টিরিয়াল ও অ্যান্টিভাইরাস টেস্ট রিপোর্ট পেয়েছেন বায়োটেক টেস্টিং সার্ভিসেস (মুম্বই) থেকে। এশিয়ার বৃহত্তম ল্যামিনেট প্রস্তুতকারক হিসেবে তারা নিরাপদে ব্যবহারযোগ্য বিশ্বমানের প্রোডাক্ট উৎপাদন করতে পেরে গর্বিত।
বায়োটেক টেস্টিং সার্ভিসেস ও ন্যাশনাল ফোরেনসিক সায়েন্সেস ইউনিভার্সিটির পরীক্ষায় প্রমাণিত হয়েছে স্টাইল্যামের উৎপাদিত পণ্যসামগ্রী ৯৯.৯ শতাংশ ভাইরাস ও ব্যাক্টেরিয়া প্রতিরোধে সক্ষম এবং সারফেস’কে ব্রড-স্পেক্ট্রাম অ্যান্টিমাইক্রোবায়াল প্রোটেকশন দিতে পারে। তাদের প্রোডাক্টের বিশাল সম্ভারে জার্ম গার্ড ও ভাইরো গার্ড শীলমোহর এই দাবির প্রমাণ হিসেবে উপস্থিত বলে জানান তিনি।