এনএসডিসি-র নতুন ব্র্যান্ডের লোগো ‘রি-ইমাজিন ফিউচার’ 

ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএসডিসি) এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের(এমএসডিই)-এর নলেজ পার্টনার ‘রি-ইমাজিন ফিউচার’  নামে নতুন ব্র্যান্ডের লোগো উন্মোচন করল।  যার উদ্দেশ্য, হল নতুন পরিচয়ের লক্ষ্য সমস্ত ভারতীয়দের কাছে দক্ষতা অর্জন করা।

এই নতুন ব্র্যান্ড পজিশনিংয়ের সাথে, এনএসডিসি ছাত্র, শিক্ষক, স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, দক্ষতা প্রদানকারী, মূল্যায়ন সংস্থা, স্টার্ট-আপ, নিয়োগকর্তা এবং শিল্প সমিতিগুলিকে এনএসডিসি-এর নতুন দৃষ্টিভঙ্গি এবং মিশনে যোগ দিতে আমন্ত্রণ জানায়। এছাড়া এনএসডিসি তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে যারা যেকোনো ক্ষমতায় এনএসডিসি মিশন ২০২৫ এর সাথে যুক্ত হতে চায়।

এনএসডিসি-র সিইও এবং এমডি বেদ মণি তিওয়ারি বলেন,  আমরা এনএসডিসিকে বিশ্বের বৃহত্তম ফিজিটাল স্কিলিং প্ল্যাটফর্মে গড়ে তুলতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *