এবার দেশ পেতে চলেছে বন্দে ভারত মেট্রো

অগ্রগতির দিকে আরো এক ধাপ এগোলো দেশ৷ বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার দেশে চলবে বন্দে ভারত মেট্রো৷ সেমি হাই-স্পিড বন্দে ভারতের সাফল্যের পর বন্দে ভারত মেট্রো নিয়ে আলোচনা শুরু করেছে রেল৷ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷

বন্দেভারত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সেমি-হাইস্পিড ট্রেন। জন্মলগ্ন থেকেই এই ট্রেনটি জনপ্রিয়তা পেয়েছে৷ রেলের তরফে এটিকে আপগ্রেড করার ফলে এই ট্রেন আরও আধুনিক হয়ে উঠেছে। এই ট্রেনের ব্যাপক সাফল্যের পর এবার মেট্রো পরিষেবাতেও বন্দে ভারত পরিষেবা চালু করা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেল বন্দে মেট্রো ট্রেন নিয়ে কাজ করছে। এই ট্রেনগুলি দিয়ে ১৯৫০ এবং১৯৬০-এর সময়কালের ডিজাইন করা ট্রেনগুলিকে বদলে ফেলা হবে৷ এখনও এর নকশা তৈরির কাজ চলছে। মে বা জুন মাসের মধ্যেই এই কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে ২০২৩ সালের জুনের পরেই দেশে চলে আসবে বন্দে ভারত মেট্রো ট্রেন। রেলের পরিকল্পনা মাফিক বন্দে মেট্রো ট্রেনের পরিষেবা শুরু হলে লেখা হবে ভারতীয় রেলের এক অন্যতম সাফল্যের কাহিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *