লাইনে দাঁড়িয়ে হয়রানি নয়, কলকাতা পুরসভার দেখানো পথেই গোটা রাজ্যে ভ্যাকসিন পরিষেবা

কলকাতা পুরসভার আদলেই এবার গোটা রাজ্যে করোনার টিকাকরণের পরিষেবা চালু করতে উদ্যোগী রাজ্য সরকার ৷ মানুষকে আর ভ্যাকসিন পাওয়ার জন্য দীর্ঘ লাইনে ভিড় করতে হবে না৷ শহরবাসীর হয়রানি কমাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে কলকাতা পুরসভা৷ সেই নম্বরে যোগাযোগ করে নির্দিষ্ট কয়েকটি তথ্য জমা দিলেই কবে, কোথায় এবং কখন ভ্যাকসিন দেওয়া হবে,তা ঘরে বসেই আবেদনকারী জানতে পারবে।পুরসভার এই ব্যবস্থার ফলে যেমন মানুষের হয়রানি কিছুটা কমবে সেইরকম টিকাকরণ কেন্দ্রেও ভিড় এড়ানো সম্ভবপর হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের মাধ্যমে এই নির্দেশ গিয়েছে প্রত্যেক জেলাশাসকের কাছে৷

এই পদ্ধতিতেই গোটা রাজ্যে টিকাকরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য দফতরের তরফে এই বিষয়টি নিয়ে সব জেলাশাসকদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিশেষত প্রত্যেকটি জেলার সাব ডিভিশন অন্তত যাতে একটি সেন্টার করে এই পদ্ধতিতে ভ্যাকসিন দেয়। স্বাস্থ্য দপ্তরের তরফে এই বিষয়ে জেলাশাসকদের সঙ্গে গত শনিবার একটি ভিডিও কনফারেন্সও করা হয় বলে নবান্ন সূত্রে খবর৷

টিকাকরণ যাতে সময় মত পাওয়া যায় তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কো- উইন অ্যাপ এবং পোর্টাল করা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছিল পোর্টালের নাম নথিভুক্ত হলেও সময় পাওয়া যাচ্ছিল না। ফলে টিকাকরণ কেন্দ্রে লাইন এড়ানোর জন্য কলকাতা পুরসভার মডেল চালু করতে রাজ্য স্বাস্থ্য দফতর উদ্যোগী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *