নিসান ইন্ডিয়ার সর্বাধিক ডোমেস্টিক হোলসেল

ডোমেস্টিক মার্কেটে ২০২১-এর জুলাই মাসে নিসান ইন্ডিয়ার হোলসেল হয়েছে ৪২৫৯টি ভেহিকেল, যা মাসিক বিক্রয়ের দিক থেকে বিগত ৩ বছরের মধ্যে সবথেকে বেশি। নিসানের এই সাফল্য এসেছে নতুন নিসান ম্যাগনাইট লঞ্চের প্রেক্ষাপটে। এইসময়ে নিসানের এক্সপোর্ট হয়েছে ৩৮৯৭ ইউনিট এবং যার কারণ রপ্তানি ক্ষেত্রে নিসান ম্যাগনাইটের উপস্থিতি। ইলেক্ট্রিক ভেহিকেলসের অন্যতম পথপ্রদর্শক নিসান সম্প্রতি নেপালে নিসান ম্যাগনাইট লঞ্চের পর লঞ্চ্‌ করেছে নিসান লিফ ইলেক্ট্রিক ভেহিকেল।

নিসান গ্রাহকরা অনলাইনে সার্ভিস বুক করতে ও কস্ট চেক করতে পারেন নিসান সার্ভিস হাব বা নিসান কানেক্টের মাধ্যমে – নিসান সার্ভিস কস্ট ক্যালকুলেটর দ্বারা। নতুন নিসান ম্যাগনাইটের সঙ্গে রয়েছে ‘বেস্ট এভার, লোয়েস্ট-ইন-ক্লাস মেইনটেন্যান্স কস্ট’, যার সঙ্গে আছে ২ বছরের (৫০,০০০কিমি) ওয়ারেন্টি। গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিসান চালু করেছে ‘কনভেনিয়েন্স অফ ডোরস্টেপ সার্ভিস’ ও ‘পিক-আপ অ্যান্ড ড্রপ-অফ’ সার্ভিস – ডিলারশিপ থেকে যাওয়া-আসার জন্য। নিসানের শপ@হোম ডিজিটাল প্লাটফর্ম দিচ্ছে সম্পূর্ণ ‘কন্ট্যাক্টলেস কার বায়িং এক্সপিরিয়েন্স’। এছাড়া সম্প্রতি সিএসডি থেকে তাদের নিসান ও ডাটসুন প্রোডাকসমূহ পাওয়ার ব্যবস্থা করেছে নিসান ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *