নিসান ম্যাগনাইট রপ্তানি হচ্ছে অন্যদেশে

২০২০ সালের ডিসেম্বরে অল-নিউ নিসান ম্যাগনাইট লঞ্চ্‌ হওয়ার পর থেকে মে ২০২১ পর্যন্ত নিসান ইন্ডিয়া ১৫,০১০টি সাব-কম্প্যাক্ট এসইউভি তৈরি করেছে, যার মধ্যে ভারতের জন্য ১৩,৭৯০টি ও রপ্তানির জন্য ১,২২০টি। এবার ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা ও নেপালে অল-নিউ নিসান ম্যাগনাইট রপ্তানির কথা ঘোষণা করল নিসান ইন্ডিয়া। ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড’ নীতি অনুসারে নির্মিত এই নতুন গাড়িটি ২০২১-এর ফেব্রুয়ারিতে নেপালে লঞ্চ্‌ হওয়ার পর প্রথম ৩০ দিনেই ৭৬০টিরও বেশি বুকিং হয়েছে। উল্লেখ্য, নেপালে প্যাসেঞ্জার ভেহিকেলের মাসিক বিক্রয়ের সংখ্যা ১,৫৮০ ইউনিট।

চলতি বছরের গোড়ার দিকে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য থার্ড শিফট চালু করা ও কারখানায় ১০০০ জনেরও বেশি কর্মী নিয়োগ করার মধ্য দিয়ে নিসান ইন্ডিয়া ভারতের ও রপ্তানির বাজারের চাহিদা পূরণ করার লক্ষ্যে কাজ করে চলেছে। বিদেশে রপ্তানির বিষয়টি কোয়ালিটি উন্নত করতে ও বিশ্বমান অর্জনে সাহায্য করবে নিসান ইন্ডিয়াকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *