এখন থেকে ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট (সিএসডি) থেকে নিসান ও ডাটসুনের সব প্রোডাক্ট কেনা যাবে এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সিএসডি অনুমোদিত সবরকম ডিসকাউন্ট ও অফার-সহ এই সুবিধা নিতে পারবেন। সিএসডি সুবিধাপ্রাপ্তরা প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অনলাইনে গাড়ি কিনতে পারবেন। তারা গাড়ি নির্বাচন করা, ডিলার ডকুমেন্ট আপলোড করা, অনলাইনে পছন্দের গাড়ি বুক করা, সিএসডি অফার গ্রহণ করা ইত্যাদি নিসান ডিজিটাল প্লাটফর্ম ‘শপ@হোম’ থেকে করতে পারবেন। এমনকী অনলাইনে ক্রয়ের সবরকম প্রক্রিয়া সমাপ্ত করার পর ক্রেতারা ডিলারশিপে গিয়ে দামও মিটিয়ে দিতে পারবেন।
প্রতিরক্ষা বাহিনীর জন্য এরকম সুবিধা দিতে পেরে তারা আনন্দিত, একথা জানিয়ে নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব বলেন, সিএসডি’র মাধ্যমে এসইউভি সেগমেন্টের গেমচেঞ্জার অল-নিউ নিসান ম্যাগনাইট-সহ নিসান ও ডাটসুনের সকল প্রোডাক্ট ক্রয় করা যাবে ।