নতুন যুগের উপযোগী স্পোর্টস কার সম্পূর্ণ নতুন ‘২০২৩ নিসান জেড’। পাওয়ার আউটপুটের ক্ষেত্রে নতুন ২০২৩ জেড-এর ৩.০লিটার ভি৬ টুইন টার্বো ইঞ্জিন উল্লেখযোগ্য। স্ট্যান্ডার্ড ৬-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনে হিউম্যান-মেশিন সম্পর্ক গুরুত্ত্ব পেয়েছে নতুন জেড-এ। আরও উন্নত ৯-স্পীড অটোমেটিক ট্রান্সমিশনও পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড ও স্পোর্টসের অটোমেটিক ট্রান্সমিশন মডেলগুলিতে টু-ড্রাইভ মোড উপলব্ধ। সকল জেড পারফর্ম্যান্স গ্রেড মডেলে (অটোমেটিক ও ম্যানুয়াল) মেকানিকাল ক্লাচ-টিপ লিমিটেড-স্লিপ ডিফারেন্সিয়াল ব্যবহৃত হয়েছে।
তিনটি মোনোটোন এক্সটেরিয়র কলারে পাওয়া যাবে নতুন ২০২৩ জেড – ব্ল্যাক ডায়মন্ড মেটালিক, গান মেটালিক ও রোজউড মেটালিক। টু-টোন এক্সটেরিয়র-সহ সুপার ব্ল্যাকের সঙ্গে ছয়টি কলারের সম্মিলিত ছাদ পাওয়া যাবে – ব্রিলিয়ান্ট সিলভার, বৌল্ডার গ্রে, সিরিয়ান ব্লু, ইকাজুচি ইয়েলো, প্যাশন রেড ট্রিকোট ও এভারেস্ট হোয়াইট পার্ল ট্রিকোট। এর কেবিনে মডার্ন টেকনোলজি ও ভিন্টেজ জেড-এর মিলন ঘটেছে। ইন্টেরিয়র পাওয়া যাবে তিনটি কলারে – ব্ল্যাক, রেড ও ব্লু। স্পেশাল জেড প্রোটো স্পেক এডিশনের কেবিনে ইয়েলোর প্রাধান্য দেখা যাবে।
নিসান ২০২৩ জেড-এ স্ট্যান্ডার্ড ইকুইপমেন্টস হিসেবে রয়েছে পুশ বাটন স্টার্ট-সহ নিসান ইন্টেলিজেন্ট কী, ইন্টেলিজেন্ট ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল, অটো-ডিমিং রিয়ারভিউ মিরর, রিয়ারভিউ মনিটর, দুটি ১২-ভোল্ট পাওয়ার পয়েন্ট, দুটি ইউএসবি পয়েন্ট (টাইপ-এ ও টাইপ-সি) এবং ফ্রন্ট ও রিয়ার সোনার সেন্সর্স। সিক্স-স্পিকার ৮.০ ইঞ্চি ডিসপ্লে অডিয়ো টাচস্ক্রিনে আছে অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ হ্যান্ডস-ফ্রী ফোন সিস্টেম, স্ট্রিমিং অডিয়ো ভায়া ব্লুটুথ, সিরিয়াসএক্সএম রেডিয়ো, হ্যান্ডস-ফ্রী টেক্সট মেসেজিং অ্যাসিস্ট্যান্ট ও সিরি আইজ ফ্রী। জেড পারফর্ম্যান্স গ্রেডে রয়েছে ‘৯.০ ইঞ্চি টাচস্ক্রিন উইথ নেভিগেশন’ ও ‘নিসানকানেক্ট সার্ভিসেস উইথ ওয়াই-ফাই হটস্পট’। সেভেন্থ-জেনারেশন ২০২৩ নিসান জেড দেশের নিসান ডিলারদের মাধ্যমে বিক্রয় আরম্ভ হবে ২০২২ সালের বসন্তে।