জল বাড়ছে ফুলহার নদীতে প্লাবিত হয়েছে নয়টি গ্রাম

জল বাড়ছে ফুলহার নদীতে। তাই নদী তীরবর্তী নয়টি গ্রামে ঢুকেছে জল। জলবন্ধি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদ পুর,উত্তর ভাকুরিয়া,দক্ষিণ ভাকুরিয়া, কাউয়াডোল,তাতিপাড়া সহ একধিক এলাাকা নতুন করে প্লাবিত হয়েছে।
বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়া বাসিন্দা গৌরী মন্ডল বলেন,জল বাড়ছে।আমরা খুব আতঙ্কে আছি।প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে।

কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছো মালদা জেলাশাসক নীতিন সিংহনিয়া জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে নদীগুলির জলবৃদ্ধির ফলে মালদা জেলার সাতটি ব্লকে প্রভাব পড়েছে। ২৪টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৩৭ টি গ্রামের ২লক্ষ ৩০ হাজার বাসিন্দা প্লাবিত হয়েছে।। ৩৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। চিকিৎসার জরুরী পরিসেবা জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স রয়েছে সাতটি