দেশেই এবার তৈরী হতে চলেছে নাইট স্কাই স্যাংচুয়ারি

খুশির খবর, রাতের আকাশে তারা দেখার সুযোগ পাবে এবার সবাই৷ এবার আর বিদেশ গিয়ে নয় দেশে বসেই তারা দেখার সুযোগ মিলবে৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে। যেখানে পর্যটকরা টেলিস্কোপে চোখ রেখে পৌঁছে যেতে পারেন তারাদের দুনিয়ায়৷ চাক্ষুস করেন নানা গ্রহ, নক্ষত্র, গ্রহাণু, ধূমকেতুদের। এ বার সেই সুযোগ মিলবে ভারতের মাটিতে।

পূর্ব ভারতের লাদাখের হ্যানলেতে চালু হতে চলেছে দেশের প্রথম ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’ বা রাতের আকাশ দেখার উদ্যান। আজ অর্থাৎ সোমবার, ৩১ অক্টোবর লেফটেন্যান্ট জেনারেল রাধাকৃষ্ণ মথুর এই উদ্যানের উদ্বোধন করবেন। গত বছর ঘোষণা করা হয়েছিল, লাদাখের হ্যানলে গ্রামে গড়ে তোলা হবে অ্যাস্ট্রো ট্যুরিজম। কিন্তু কবে থেকে এই অ্যাস্ট্রো ট্যুরিজমের সূচনা হবে, কবে থেকে পর্যটকরা হ্যানলের এই অভয়ারণ্যে ভ্রমণের অনুমতি পাবেন, সেই সময় তা উল্লেখ করা হয়নি।

‘লাদাখ অটোনমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিল’-এর উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স-এর সহায়তায় উদ্যানটি গড়ে তোলা হয়েছে৷ মাস কয়েক আগে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এমনটাই জানিয়েছিলেন৷ চাংথাং অভয়ারণ্যের অংশ হিসাবেই এই ‘নাইট স্কাই স্যাঙ্কচুয়ারি’টি চালু করা হচ্ছে। বিশ্বের অন্যতম উঁচু এই নাইট স্কাই স্যাঙ্কচুয়ারিতে পর্যটকদের জন্য থাকবে ডবসোনিয়ন নামের বিশেষ টেলিস্কোপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *