স্বস্তির খবর, কম হলো পেট্রল-ডিজেলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলছে বাজার মূল্য৷ এরই পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস ও পেট্রল ডিজেলের দাম৷ নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে মধ্যবিত্তদের৷ অস্বস্তিকর এই পরিস্থিতির মাঝে, খুশির খবর শোনালো কেন্দ্র৷ দাম কমছে পেট্রল-ডিজেলের৷ লিটার প্রতি পেট্রলে  ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে পেট্রলের দাম লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৭ টাকা কমবে। টুইট করে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। সরকারের এই সিদ্ধান্তে ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইটে জানিয়েছেন, পেট্রলের ক্ষেত্রে প্রতি লিটারে কেন্দ্রীয় এক্সাইস ডিউটি ৮ টাকা কমানো হচ্ছে৷ লিটার প্রতি ডিজেলে কমছে ৬ টাকা৷ এর ফলে কোষাগার থেকে বছরে ১ লক্ষ কোটি টাকা দিতে হবে কেন্দ্রকে। পাশাপাশি রাজ্যগুলোর কাছেও শুল্ক কমানোর আবেদন জানিয়েছেন সীতারমন। এছাড়াও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তে বছরে অতিরিক্ত ৬১০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল জ্বালানির দাম৷ পেট্রোলের দাম পৌঁছেছিল ১১০ টাকা৷ ডিজেলও আকাশছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *