নয়া ব্যবস্থা চালু হলো কেন্দ্র সরকারের তরফে

ভারত দেশের নাগরিকদের কাছে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। শিক্ষা ক্ষেত্রে এরকমই গুরুত্বপূর্ণ নথি আনতে চলছে এবার কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞরা বলছেন নতুন এই কার্ড ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতোই গুরুত্বপূর্ণ হবে।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এবার পড়ুয়াদের জন্য চালু করা হচ্ছে PEN Number বা Permanent Education Number। স্কুল, কলেজ বা অন্যান্য শিক্ষাক্ষেত্রে ভর্তির জন্য বাধ্যতামূলক হবে এই PEN নম্বর। এই কার্ড না থাকলে পড়াশুনার অনুমতি পাবেন না দেশের পড়ুয়ারা। কার্ডে থাকবে ১১ ডিজিটের নম্বর বা কোড। পাশাপাশি পড়ুয়াদের প্রদান করা হবে আলাদা আইডেন্টিটি। গোটা দেশজুড়ে ব্যবহার করা যাবে এই PEN নম্বর।

এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যে কোনো প্রান্তে পাবেন মাইগ্রেশনের সুযোগ। ভুয়ো ডিগ্রি নিয়ে যারা চাকরিতে ঢুকবেন তাদের সহজেই শনাক্ত করা যাবে এই কার্ডের মাধ্যমে।