আসন্ন পুজোর অনুদানকে কেন্দ্র করে নতুন বিপত্তি

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। অপেক্ষা আর মাসখানেকের। এর মাঝেই পুজোর অনুদান নিয়ে সামনে এল বড় খবর।

চলতি বছরে অনুদান বাড়ানোর কথা বাড়ানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সরকারি কাজ সম্পন্ন হয়েছে। তবে অনুদান বিতরণের জন্য ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করতে চাইছে রাজ্য। সরকারি আদেশনামা অনুসারে, পশ্চিমবঙ্গে ৪৫,৩৩৬টি ক্লাব এবং পুজো কমিটি রয়েছে।

এর মধ্যে রাজ্য পুলিশের অধীনে রয়েছে ৪২,৩৩৬টি ক্লাব এবং পুজো কমিটি। সেই কারণে কোষাগার থেকে ৩৫৯ কোটি ৮৫ লক্ষ ৬০ হাজার টাকা তোলার অধিকার প্রদান করা হয়েছে রাজ্য পুলিশকে। একইরকমভাবে কলকাতা পুলিশকে ৩০০০ পুজোর জন্য ২৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে।