গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে চালু হলো নয়া পরিষেবা

শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছর শুরু মানেই এবার পালা গঙ্গাসাগর মেলার। আর কিছুদিন পরই মেলা। জানুয়ারি মাসে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী জড়ো হবেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ক্রুজ পরিষেবাও।

ডায়মন্ড হারবার ও পুরসভা এবং বেসরকারি ক্রুজ পরিচালনকারী সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে সেই পরিষেবা শুরু করা হয়েছে। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে এবং কচুবেড়িয়া পৌঁছাবে সকাল ১১টা ৩০ মিনিটে।

ফের একবার বিকেল ৪টা ৩০ মিনিটে কচুবেড়িয়া থেকে ছাড়বে এবং ডায়মন্ড হারবার পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এই বিলাসবহুল ক্রুজে মোট দুটি শ্রেণি, একটি ইকোনমি ক্লাস এবং অপরটি প্রিমিয়াম ক্লাস। একই সঙ্গে ‘ওয়ান ওয়ে’ ভাড়া থাকবে ৬৯৮ টাকা। যেখানে ‘টু ওয়ে’ টিকিটের দাম ৯৯৮ টাকা।