বদলে গেলো চাকরির নিয়ম। অনেক সময়েই দেখা যায় অবসরের পরেও চাকরির মেয়াদ বাড়য়ে দেওয়া হয়৷ কিন্তু এবার থেকে অবসরের পর চাকরির মেয়াদ বাড়ানো হবে না৷ বরং তুলে আনা হবে অধস্তনদের৷ এমনই সিদ্ধান্ত নিল নবান্ন৷ এক্ষেত্রে একই সঙ্গে দুটি সুবিধা মিলবে৷ প্রথমত, নতুন নিয়োগ হবে৷ দ্বিতীয়ত, বিভিন্ন পদে কর্মরতদের পদোন্নতি হবে৷ বয়স্কদের উপর দায়িত্ব চাপানোর চেয়ে তরুণ কাঁধে দায়িত্ব অর্পনেই জোড় নবান্নে৷ সেই লক্ষ্যে কম বয়সী কর্মঠ কর্মী ও আধিকারিকদের দায়িত্ব দিতে চাইছে রাজ্য সরকার। এই উদ্দেশ্য পূরণে নবান্নের নির্দেশ, বিভিন্ন সরকারি পদে স্থায়ীভাবে কর্মরত ও যোগ্যতাসম্পন্ন সরকারি আধিকারিক ও কর্মীকা যেন তাঁদের বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করেন৷
প্রসঙ্গত, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নবান্ন থেকে। সেই সঙ্গে সরকারি কর্মীদের একটি ফর্মও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ইচ্ছুক কর্মীরা তাঁদের কর্মজীবনের বিস্তারিত তথ্য জানিয়ে আবেদন করতে পারবেন৷ আবেদনপত্রে যে সকল তথ্য দাখিল করা হবে, তার সাপেক্ষে উপযুক্ত নথিও দিতে হবে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে এই আবেদনপত্রটি জারি করা হয়েছে৷ চলতি মাসের ৩০ তারিখের মধ্যে এই আবেদনপত্রটি অর্থ দফতরে জমা দিতে হবে৷